শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন, দৈনিক দূর্নীতির সন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশ: জহিরুল ইসলাম রাজু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোট চায় বিএনপি: মির্জা ফখরুল চাঁ*দা না পেয়ে কাজ বন্ধ রাখতে শ্রমিকদের পে/টা/লেন যুবদল নেতা  ‘ধ*র্ষ*ণের প্রতিবাদ করা অনেকেই আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছে’ ভূরুঙ্গারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অ/স্ত্র ও গো*লা*বা*রুদ আ/ট/ক নোয়াখালীতে কলেজ ছাত্রীকে শ্লী*ল*তা*হানি: গ্রে/প্তা/র-২ হাসনাত সারজিসকে শু/য়ো/র বলে চাকরী হারালেন উপস্থাপিকা ফ্যা*সি*বাদের দো/স/ররা ঘাপটি মেরে বসে আছে: শামা ওবায়েদ মাগুরার সেই ‘ধ*র্ষ*কে*র’ বাড়ি গুঁ/ড়ি/য়ে দিলো জনতা হাসিনা ফিরে আসেনি, কিন্তু তার কার্যক্রম যেন ফিরে আসছে : দুদু

হারল গুলশান, পথ হারাল ধানমন্ডিও

বিনোদন ডেস্ক / ১৫ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

হারল গুলশান, পথ হারাল ধানমন্ডিও

অবশেষে হারের মুখ দেখলো ধানমন্ডি ক্রিকেট ক্লাব। প্রথম দুই রাউন্ডের দুই ম্যাচেই জেতা দলটি পথ হারালো তৃতীয় রাউন্ডে এসে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। দিনের অপর ম্যাচে গুলশাল ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) তৃতীয় রাউন্ডে আজ সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করে গাজী গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে ৩৪.২ ওভারে ১২৩ রানেই অলআউট হয় ধানমন্ডি। আসরের প্রথম হার দেখলো সোহানের দল।

২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধানমন্ডি। প্রথম ওভারেই কোনো রান না করে ফিরে যান আশিকুর রহমান শিবলি। আরেক ওপেনার হাবিবুর রহমানও ফিরে যান ৯ রানের মাথায়। দুই ওপেনারের বিদায়ের পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি ধানমন্ডি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা তারা। সোহানের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৩ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াসির আলি রাব্বিও ফিরেছেন ১৮ রান করে। আর তাতেই ১২৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু পায় গাজী গ্রুপ। দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় মিলে গড়েন ৮৩ রানের জুটি। সাদিকুর ৩০ করে ফিরে যান। তবে তাতেও থামেনি গাজী গ্রুপের রানের চাকা। বিজয় করেন দলীয় সর্বোচ্চ ৬৯ রান। শামসুর রহমান শুভ করেন ৬০ রান। শেষে আব্দুল গাফফার সাকলাইনের ঝড়ো ৩৩ ও তোফায়েল আহমেদের অপরাজিত ২০ বলে ৩৩ রানে ২৯৮ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ ম্যাচে ৩৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকলাইন।

দিনের অপর ম্যাচে বিকেএসটির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২২২ রানেই অলআউট হয় গুলশান। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক।

২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার শাদমান ইসলাম। অধিনায়ক ইমরুল কায়েসও ব্যর্থ ব্যাট হাতে। ফিরে যান মাত্র ৩ রান করেই। তবে এরপর দলের হাল ধরেন ইমরানুজ্জামান ও অমিত হাসান। দুজনে মিলে গড়েন ১৩৪ রানের জুটি। ইমরান ৭৫ ও অমিতের ব্যাট থেকে আসে ৬৩ রান। শেষে মার্সাল আইয়ুরের ৪০ রানে ভর করে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক।

এর আগে ব্যাটিংয়ে নেমে গুলশানও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দুই ওপেনার ফিরে যান ২২ রানের মাথায়। তবে এদিন রান পেয়েছেন লিটন কুমার দাস। ৬২ বলে লিটন খেলেছেন ৬০ রানের দুর্দান্ত ইনিংস। এরপর অনেকেই শুরুটা ভালো পেলেও বড় রানের দেখা পাননি। তাতেই ২২২ রানে থামে গুলশানের ইনিংস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam