দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের গণসংযোগে উৎসব মুখর পরিবেশ
পটুয়াখালীতে আসন্নকাল উপজেলা পরিষদ নিয়ে নির্বাচ প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ও প্রত্যাশিত প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে দশমিনা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রত্যাশী দশমিনা উপজেলার সাবেক ছাত্র নেতা, ও সেচ্ছাসেবী লীগের সভাপতি ও ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তমিজ উদ্দিন ( তমাল) জমাদ্দার গণসংযোগ শুরু করেছেন।
গণসংযোগে উপজেলার স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবশ লক্ষ করা গেছে।
বিভিন্ন স্থানে চা’য়ের আড্ডায় এখন শুধু নির্বাচনী আমেজ বিরাজ করছে। জনসাধারণ ও ব্যাবসায়ীদের ধারে ধারে প্রত্যাশিত প্রার্থীরা দোয়া ও পরিচিতি কুশল বিনিময় করছেন।
প্রত্যাশিত প্রার্থী ও জনসাধারণ আসন্নকাল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ একটি সুন্দর ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের মনোনীত প্রার্থী বেছেঁ নিবেন এমনটাই জনসাধারণের প্রত্যাশা। দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ১৪ হাজার ১’শত ৮৩ জন ভোটাররা অংশগ্রহণ করার করবেন বলে আশা করছেন প্রত্যাশীত প্রার্থীরা।
উল্লেখ্য, এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী ৪ মে।
এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে জানান বাংলাদেশ নির্বাচন কমিশন।