সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে তাঁতি দল নেতা আব্দুল্লাহ আল নোমান কার্তুজ ফটকা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃধা বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ আব্দুল হক নোমান এর বসত ঘর হইতে তাকে গ্রেফতার করে।
এসময় বসতঘর তল্লাশী করে আইপিএস এর সার্কিট বোর্ডের পিছন থেকে (ক) ০৩ (তিন) টি কার্তুজ, (২) ১১ (এগারো) টি বিস্ফোরকদ্রব্য (পটকা) এবং (গ) ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানা, ফেনী। অফিসার ইনচার্জ বাইজিদ আকন্দ জানান, তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা, ফেনী সদর থানা, চট্টগ্রাম এবং ভোলা সহ দেশের বিভিন্ন থানায় ০৬ টি মাদক মামলা এবং ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা আছে।
সে সোনাগাজী থানার একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে পৃথক দুটি মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।